ইসির বিরুদ্ধে কঠিন আন্দোলনের হুমকি দিয়েছে চরমোনাই পীরের ইসলামী আন্দোলন

জ্যেষ্ঠ প্রতিবেদক : একপেশে নীতি গ্রহণ করলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে কঠিন আন্দোলনের হুমকি দিয়েছে চরমোনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার বিকেলে রজধানীর পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে দলের কার্যনির্বাহী পরিষদের সভায় দলটির নায়েবে আমির মাওলানা আব্দুল হক আজাদ বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর যে সংলাপ অনুষ্ঠিত হয়েছে তাতে যেসব প্রস্তাবনা দেওয়া হয়েছে তার আলোকে নির্বাচন কমিশনকে উদ্যোগ নিতে হবে। রাজনৈতিকগুলোর মতামত উপেক্ষা করে একপেশে নীতি গ্রহণ করলে কমিশনের বিরুদ্ধেই কঠিন আন্দোলন গড়ে তোলা হবে। তিনি বলেন, দীর্ঘ দুই মাসব্যাপী অনুষ্ঠিত সংলাপে যেন আইওয়াশ না হয় সেজন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা নির্বাচন কমিশনের দায়িত্ব ও কর্তব্য। নির্বাচন কমিশন একপেশে আচরণ করলে বা সুষ্ঠু নির্বাচন করতে ব্যর্থ হলে নির্বাচন কমিশনকে জাতির সামনে জবাবদিহি করতে হবে। ‘সুষ্ঠু, নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করা নির্বাচন কমিশনের দায়িত্ব। সে দায়িত্ব পালনে ব্যর্থ হলে জাতিকে কঠিন পরিস্থিতির সম্মুখিন হতে হবে। একটি গ্রহণযোগ্য নির্বাচন দেশবাসীর প্রত্যাশা। গতানুগতিক রাজনীতির করালগ্রাস থেকে জাতিকে ফিরিয়ে আনতে রাজনীতিতে গুণগত ও আদর্শিক পরিবর্তন প্রয়োজন। দলের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব অধ্যাপক হাফেজ মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন ও অধ্যাপক মাহবুবুর রহমান, সহকারী মহাসচিব মাওলানা আব্দুল কাদের ও আলহাজ আমিনুল ইসলাম, দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী আশরাফুল আলম, কেএম আতিকুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, উত্তর সভাপতি অধ্যক্ষ শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা মোহাম্মদ নেছার উদ্দিন, মাওলানা লোকমান হোসাইন জাফরী, আলহাজ হারুন অর রশিদ, আলহাজ আব্দুর রহমান, মাওলানা আতাউর রহমান আরেফী, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, অধ্যাপক ডা. মোয়াজ্জেম হোসেন, মু. বরকত উল্লাহ লতিফ, মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী, অ্যাডভোকেট একেএম এরফান খান প্রমুখ।