ইসি সঙ্গে মঙ্গলবার সংলাপে বসবে বিকল্পধারা

জ্যেষ্ঠ প্রতিবেদক : নির্বাচন কমিশন (ইসি) ১০ অক্টোবর মঙ্গলবার সংলাপে বসবে প্রাক্তন রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন বিকল্পধারা বাংলাদেশের সঙ্গে।

নির্বাচন কমিশনের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে বেলা ১১টার দিকে অনুষ্ঠিত হবে এই সংলাপ। এতে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

বিকল্পধারা বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন দলটির প্রেসিডেন্ট অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। তার নেতৃত্বে দলের ১৪ জন নেতার সংলাপে অংশ নেওয়ার কথা রয়েছে।

বিকল্পধারার পক্ষ থেকে নির্বাচন কমিশনে ১২ দফা প্রস্তাবনা তুলে ধরা হবে। তার মধ্যে জাতীয় নির্বাচনে সেনা মোতায়েন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠান, সকল দলের জন্য সমান সুযোগ সৃষ্টি, নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়াসহ নানা প্রস্তাবনা দেওয়া হবে।