ইস্তাম্বুলে হামলাকারীকে চিহ্নিত করেছে তুর্কি কর্তৃপক্ষ

আন্তর্জাতিক ডেস্ক : নববর্ষের রাতে নাইটক্লাবে হামলাকারীকে চিহ্নিত করতে সক্ষম হয়েছে তুর্কি কর্তৃপক্ষ। বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী মেভলাত ক্যাভুসগলু তুর্কি বার্তা সংস্থা আনাদলুকে বলেছেন, ‘ ইস্তাম্বুলে হামলার জন্য দায়ী ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া গেছে।’ তবে তিনি হামলাকারীর নাম বলেননি।

গত শনিবার বর্ষবরণের রাতে ইস্তাম্বুলের রেইনা নাইট ক্লাবে বন্দুকধারীর হামলায় নিহত হন ৩৯ জন এবং আহত হন ৭০ জন। নিহতদের মধ্যে ২৭ জনই বিদেশি নাগরিক। হামলার পর হুড়োহুড়ির মধ্যে পালিয়ে যেতে সক্ষম হয় বন্দুকধারী। সোমবার মধ্যপ্রাচ্যভিত্তিক সন্ত্রাসীগোষ্ঠী ইসলামিক স্টেট এ হামলার দায় স্বীকার করেছে। তুরস্কে এ ধরণের হত্যাকাণ্ডে প্রথমবারের মতো দায় স্বীকার করলো সন্ত্রাসী গোষ্ঠীটি।

তুর্কি কর্তৃপক্ষ এর আগে জানিয়েছিল, হামলাকারী মধ্য এশিয়ার দেশ কিরঘিজস্তান অথবা উজবেকিস্তানে পালিয়ে গেছে। তুর্কি গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছিল, ইস্তাম্বুলে হামলার আগে ওই ব্যক্তি কোনিয়া শহরে ফ্ল্যাট ভাড়া করে অবস্থান করেছিল।