ইয়াসে ক্ষতিগ্রস্তদের পাশে সোহাম

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে মঙ্গলবার রাত থেকেই কলকাতাসহ পশ্চিমবঙ্গের জেলাগুলোতে শুরু হয়েছে বজ্র-বিদ্যুৎসহ ভারী বর্ষণ। এমন অবস্থায় নিজ এলাকার জনগণের পাশে দাঁড়ালেন কলকাতার তারকা সোহম চক্রবর্তী।

পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর পরিদর্শন করতে ও গ্রামবাসীদের সুরক্ষিত স্থানে সরিয়ে নেওয়ার ব্যবস্থা নিয়েছেন সোহম। দীঘা ও বালাসোরের মাঝে ল্যান্ডফল হওয়ায় ঝড়ের তাণ্ডব চলবে পূর্ব মেদিনীপুরে। তাই নিজের বিধানসভা এলাকার মানুষকে সুরক্ষিত করতে জোরকদমে মাঠে নেমেই কাজ করছেন সদ্য জয়ী হওয়া তৃণমূলের নেতা।

প্রশাসনিক কর্মকর্তা, পুলিশ ও সাধারণ মানুষের সঙ্গে সবসময় যোগাযোগ করছেন সোহম। এই দুর্দিনে আতঙ্কিত না হয়ে বরং সকলকে একযোগে দুর্যোগ মোকাবিলার বার্তা দিয়েছেন তিনি। এছাড়াও এই তারকা সাংসদ ভগবানপুরে কোভিড সেফ হোম খুলেছেন।