ইয়েমেনে বোমা হামলায় কমপক্ষে ২৩ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের বন্দর শহর এডেনে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ২৩ সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে।

বিবিসি অনলাইনের এক খবরে রোববার এ তথ্য জানানো হয়েছে।

এডেনের একটি ঘাঁটিতে বেতন নেওয়ার জন্য সারিবদ্ধ হয়ে দাঁড়াচ্ছিলেন সেনারা, তখন এই বিস্ফোরণ হয়। এক সামরিক কর্মকর্তা জানিয়েছেন, আল-সোলবান ঘাঁটিতে জড়ো হওয়া সেনাদের মধ্যে ঢুকে পড়ে আত্মঘাতী লোকটি এবং বিস্ফোরণ ঘটায়।

এডেনে আরেক হামলায় ৪৮ সেনা নিহত হওয়ার এক সপ্তাহের মধ্যে আবারও সেনাদের ওপর হামলার ঘটনা ঘটল।

রোববারের এই হামলার দায় তাৎক্ষণিকভাবে কোনো পক্ষ স্বীকার করেনি। তবে ইয়েমেনে এ ধরনের হামলা চালিয়ে থাকে জঙ্গিরা।

আগস্ট মাসে এডেন শহরে বোমা হামলায় নিহত হন ৭০ জন। এর দায় স্বীকার করে তথাকথিত ইসলামিক স্টেট (আইএস)।

তথ্যসূত্র : বিবিসি অনলাইন।