ঈদযাত্রায় বিভিন্ন মহাসড়কে ভোগান্তির আশঙ্কা

ঈদযাত্রায় সাভারের ঢাকা-আরিচা ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ভোগান্তির আশঙ্কা দেখা দিয়েছে।

এখন থেকেই ঢাকা-আরিচা ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে যানজট লেগে আছে। এর মধ্যে ঈদে ঘরমুখো মানুষের জন্য সড়কে বাড়বে গাড়ি। তাতে যানজট মারাত্মক হবে বলে আশঙ্কা করছেন অনেকে।

ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার থেকে নবীনগর পর্যন্ত চার লেনের রাস্তাকে আট লেনে উন্নীত করার কাজ চলছে। যদিও তা
ধীরগতিতে চলছে বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি ফুটপাত প্রশস্ত করা হচ্ছে। কাজ চলছে ক্রস ড্রেনেরও। সব মিলিয়ে এ মহাসড়কে প্রতিদিনের যানজটে অতিষ্ঠ যাত্রীরা।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সাভারের জিরানী বাসস্ট্যান্ড, বাইপাইল, জিরাব, আশুলিয়া বাজার এবং ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর, সাভার বাসস্ট্যান্ড, হেমায়েতপুর সড়কে প্রতিনিয়ত দেখা যায় যানজটের চিত্র। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে ট্রাফিক পুলিশসহ হাইওয়ে পুলিশ।

সাভার হাইওয়ে থানার পরিদর্শক আতিকুর রহমান বলেন, ‘করোনার সংক্রমণ কমে যাওয়ায় গত দুই বছরের তুলনায় নিঃসন্দেহে এবার সড়কে যানবাহনের বাড়তি চাপ থাকবে। সেইসঙ্গে যানজট তৈরির শঙ্কাও রয়েছে।’ তবে, ঘরমুখো মানুষদের নিবিঘ্নে যাতায়াতে ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশ সতর্ক রয়েছে বলে জানান তিনি।