ঈদের দ্বিতীয় দিনে বিভিন্ন স্থানে চলছে পশু কোরবানি

নিজস্ব প্রতিবেদক : আজ বৃহস্পতিবার কোরবানি ঈদের দ্বিতীয় দিন। আজও রাজধানীর বিভিন্ন স্থানে পশু কোরবানি করা হচ্ছে। বৃহস্পতিবার সকালে রাজধানীর উত্তরা, বাংলামোটর ও খিলগাঁওসহ বিভিন্ন স্থানে গিয়ে দেখা যায়, এলাকাবাসী কোরবানি দিচ্ছেন। ঈদের দিন পশু কোরবানির রেওয়াজ থাকলেও দ্বিতীয় এবং তৃতীয় দিনেও পশু কোরবানি করে থাকেন মুসলমানরা। খিলগাঁও এলাকায় কথা হয় শাহীন নামের একজনের সঙ্গে। তিনি জানান, গতকাল কসাই না পাওয়ায় আজ কোরবানি দিচ্ছেন। তিনি বলেন, ‌‘বর্জ্য আমরা নিজেরাই অপসারণ করে ফেলবো।’ আজ যারা পশু কোরবানি দিচ্ছেন তারা বেশির ভাগই নিজ দায়িত্বে বর্জ্য অপসারণ করছেন। আর কোথাও আংশিক বর্জ্য থাকলে তা সিটি করপোরেশন থেকে অপসারণ করা হচ্ছে। সংস্কৃতিগত ঐতিহ্য, দক্ষ কসাই না পাওয়ায় এবং ঢাকায় জবাই করার মত পর্যাপ্ত জায়গা না থাকাসহ বিভিন্ন কারণে ঈদের দ্বিতীয় দিনে মুসলমানরা পশু কোরবানি দেন।