ঈদে জুব্বা পড়বেন আল-আমিন

ঈদুল ফিতর কে সামনে রেখে নানা সাজসজ্জার কথা ভাবছেন মানুষ। নারীরা রঙ বেরঙের জামা কাপড় পড়ার চিন্তা করছেন এবার।

তা থেকে একটু ব্যতিক্রম কিছু পুরুষের পছন্দ। ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে অনেক পুরুষ এবার ইসলামিক পোশাককে বেছে নিচ্ছেন।

তেমনি একজন বেসরকারি চাকরীজীবি মো: আল-আমিন হোসেন। এবার তিনি ইসলামি ঐতিহ্যের পোশাক জুব্বা পড়ে ঈদের সালাম আদায় করবেন।

মো: আল-আমিন হোসেন আমাদের বলেন; পশ্চিমা সংস্কৃতি আর পোশাকের কারণে আমরা ইসলামী মূল্যবোধ ভুলে যাচ্ছি। রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জীবন যাপন করতেন। কেমন পোশাক পড়তেন তা আমরা ভুলেই গেছি।

বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে ইসলামী মূল্যবোধ ধরতে রাখতে আমাদের এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন; আমি একজন মুসলিম হিসেবে চাইবো যেন মানুষ কর্মের পাশাপাশি ধর্মকে গুরুত্ব দিক৷ যেন আমাদের সমাজ একটু হলেও আল্লাহ প্রতি আনুগত্য প্রকাশ করে। প্রত্যেক ধর্মে তাদের পোশাক নিয়ে বলা রয়েছে। তাই আমি নিজ ধর্মের পোশাককে গুরুত্ব দেই।

এবারের ঈদ আনন্দ ও উৎসবে কাটুক এ কামনা করেন তিনি।