ঈদে মুক্তি ‘অপারেশন সুন্দরবন’

সবশেষ জানা গিয়েছিল আলোচিত ‘অপারেশন সুন্দরবন’ সিনেমা মুক্তি পাবে এ বছরের ২৬ মার্চে। তবে মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর কুর্মিটোলায় আর্মি গলফ ক্লাবে আয়োজিত ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার টিজার প্রকাশনা ও ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে হাজির হয়ে জানা গেল, সিনেমাটির জন্য দর্শকের অপেক্ষা দীর্ঘ হচ্ছে। তারকাবহুল সিনেমাটির মুক্তি আগামী পবিত্র ঈদুল আজহায়।

এমন খবরে দর্শকের মন খারাপ হলেও প্রকাশিত এক মিনিট ৩২ সেকেন্ডের টিজারে সিনেমাটি নিয়ে আগ্রহ বেড়েছে। রহস্যঘেরা টিজারে দেখা গেছে নতুনত্ব। সুন্দরবনের গভীরের মনোরম দৃশ্য; জল, স্থল ও আকাশপথে বিভিন্ন অভিযান, যা আগে দেখা মেলেনি ঢাকাই সিনেমায়। এসবে মুগ্ধ হয়েছেন দর্শক।

২০১৯ সালে ২০ ডিসেম্বর সাতক্ষীরার বুড়িগোয়ালিনী এলাকায় শুটিং শুরু হয়েছিল ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার। করোনার কারণে কয়েক ধাপ পিছিয়ে গেল বছরের ১০ নভেম্বর মোংলার বানিয়াশান্তা এলাকায় সিনেমাটির শুটিং শেষ হয়।

দীপংকর দীপনের পরিচালনায় সুন্দরবনকে জলদুস্যমুক্ত করার অভিযানের গল্প নিয়ে নির্মিত ‘অপারেশন সুন্দরবন’। বন্যজীবন নিয়ে বাংলাদেশের প্রথম রোমাঞ্চকর কাহিনিচিত্র এটি। সিনেমাটি প্রযোজনা করেছে র‍্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড।

সিনেমাটিতে অভিনয় করেছেন রিয়াজ আহমেদ, সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, জিয়াউল রোশান, দর্শনা বণিক, তাসকিন রহমান, রওনক হাসান, তুয়া চক্রবর্তী, মনোজ প্রামাণিক, সামিনা বাশার, রাইসুল ইসলাম আসাদ, আরমান পারভেজ মুরাদ, নরেশ ভুইয়া, মানস বন্দোপাধ্যায়, মনির খান শিমুল প্রমুখ।