ঈদ যাত্রায় ফিটনেসবিহীন বাস ও লঞ্চ চলাচল বন্ধের দাবি

ঢাকা : ঈদ যাত্রায় ফিটনেসবিহীন বাস ও লঞ্চ চলাচল বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতি।

রোববার সংগঠনের কার্যালয়ে ঈদুল আজহা উপলক্ষে সমিতির বিভিন্ন কর্মসূচি সম্পর্কে স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ কর্মশালায় এ দাবি জানানো হয়।

সংগঠনের মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী ফিটনেসবিহীন বাস ও লঞ্চ চলাচল বন্ধের দাবি জানিয়ে বলেন, ঈদুল ফিতরে সরকারের কঠোর নজরদারির কারণে দেশে যাত্রীরা স্বস্তিতে যাতায়াত করতে পেরেছিল। তারপরও মহাসড়কে ফিটনেসহীন যানবাহন ও নিষিদ্ধ ঘোষিত থ্রি হুইলার, অটো-নছিমন করিমন চলাচলের কারণে প্রাণহাণির ঘটনা ঘটেছে।

এই বিষয়ের দিকে নজর রাখার আহ্বান জানান তিনি। তিনি বলেন, লঞ্চের অভাব থাকায় অতিরিক্ত যাত্রী বোঝাই করবেন না।