ঈশ্বরগঞ্জে ডিজেল ও গ্যাস সিলিন্ডারের গোডাউনে ভয়াবহ আগুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের আঠারবাড়ি বাজারে জ্বালানী তেল ও গ্যাস সিলিন্ডারের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৪ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আঠারবাড়ি বাজারে মঞ্জুরুল ইসলাম মঞ্জুর ডিজেল এবং গ্যাস সিলিন্ডারের গোডাউনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

খবরপেয়ে ঈশ্বরগঞ্জ, কেন্দুয়া ও নান্দাইল ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট রাত সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে গোডাউনের বিপুল পরিমান কেরোসিন-ডিজেল পুড়ে যায় ও গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। আগুনে গোডাউনের কর্মচারি বনগাঁও গ্রামের আবদুল মালেকের ছেলে মো. কামাল হোসেন (২৪) দগ্ধ হয়। তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেন।

ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেলোয়ার হোসেন বলেন, আগ্নিকাণ্ডের সঠিক কারণ নিরূপন করা যায়নি। গোডাউনে বিপুল পরিমান কেরোসিন- ডিজেল ড্রাম ও গ্যাস সিলিন্ডার মজুদ ছিলো।

ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন বলেন, আগুনে ক্ষয়ক্ষতি ও আগুন লাগার কারণ নির্ণয়ে কাজ করছে।