উচ্চশিক্ষার ক্ষেত্রে বয়সের বাধা আমরা তুলে দিতে চাই: শিক্ষামন্ত্রী

উচ্চশিক্ষার ক্ষেত্রে বয়সের বাধা থাকা উচিত নয় মন্তব্য করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, কারিগরি শিক্ষার দ্বার আমরা সবার জন্য উন্মুক্ত করছি। উচ্চশিক্ষার ক্ষেত্রে বয়সের বাধা আমরা তুলে দিতে চাই।

সোমবার (২৮ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

উচ্চ মাধ্যমিকে ভর্তিতে আসন সংকট হবে না জানিয়ে মন্ত্রী বলেন, মাধ্যমিকে যে পরিমাণ পাস করে তার চেয়ে আমাদের আসন সংখ্যা বেশি রয়েছে। তাই মাধ্যমিকে পাস করা সব শিক্ষার্থী ভর্তি হওয়ার পরও আসন খালি খাকবে।

তিনি বলেন, নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থী মূল্যায়ন পদ্ধতি পরিবর্তিত হচ্ছে। এরইমধ্যে শিক্ষকদের প্রশিক্ষণ শুরু হয়েছে।