উত্তরখান ও দক্ষিনখান ঔষধ ব্যবসায়ী সমবায় সমিতির মত বিনিময় সভা অনুষ্ঠিত

স্বাস্থ্য প্রতিবেদকঃ উত্তরার ঔষধ ব্যবসায়ীদের সমবেত হওয়ার অন্যতম সংগঠন উত্তরখান ও দক্ষিনখান ঔষধ ব্যবসায়ী সমবায় সমিতি,রেজি নং ০০১৯৮ এর সকল সদস্যদের সমন্যয়ে গত ১৭-১১-২০১৮ ইং তারিখে ফায়দাবাদস্থ নিজ কার্যালয়ে বিশেষ এক জরুরী মতবিনিময় সভার আয়োজন করা হয়।উক্ত সভায় সভাপত্বি করেন ,সাস্থ সেবা ফার্মেসীর মালিক ও সমিতির সভাপতি মাহবুবুর রহমান ভূইয়া (বাচ্ছু),এ সময় উপস্থিত ছিলেন দৈনিক আলোর জগত পত্রিকার চিফ রিপোর্টার ও সচেতন নাগরিক ফোরাম বাংলাদেশ এর মহাসচিব এইচ এম আমিনুল ইসলাম আমান ও সমিতির নব নির্বচিত কমিটির সধিারন সম্পাদক মাহবুব উল আলম সহ সমিতির সকল সদস্যবৃন্ধ।

সভাপতির বক্ত্যবে বলেন আমরা যারা ফার্মেসীর মালিকরা আছি ,আমরা সবাই যদি সচেতন হই তাহলে যারা সচেতন নয় তাদেরকে আমাদের সমিতির পক্ষ থেকে কাউন্সিল এর মাধ্যমে অন্য সকলকে ও সচেতন করতে পারবো।তিনি আরো বলেন ফার্মসিস্ট ব্যাতিত কোন ঔষধ অবাধে বিক্রী করা যাবেনা।নকল ,ভেজাল ,কাউন্টারফিট ,কিটনাশক,খাদ্য দ্রব্য জাতীয় কোন কিছুই দোকানে রাখা বা কিক্রী করা যাবে না।বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তর ও বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল এর নিয়ম নীতি মালা অনুযায়ী বৈধ মেয়াদের সকল কাগজ পত্র দোকানের দৃর্শমান স্থানে প্রদর্শিত রাখতে হবে।সমিতির অন্যান্ন উন্যয়ন মূলক বিষয়ে আলোচনার শেষে ভোজনের মাধ্যমে সভার সমাপ্তি করেন।