উত্তরবঙ্গের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : সাড়ে ৯ ঘণ্টা বন্ধ থাকার পর আবারও উত্তরবঙ্গের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল শুরু হয়েছে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে দুর্ঘটনাকবলিত ট্রেনটি সরিয়ে নিলে টাঙ্গাইল ঘারিন্দা রেল স্টেশন থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেন যাত্রা শুরু করে। ধূমকেতু এক্সপ্রেস বঙ্গবন্ধু সেতুপশ্চিম স্টেশনে পৌঁছালে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস ১২টা ৫৫ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হয়।

বুধবার দিনগত রাত ৩টার দিকে বঙ্গবন্ধু সেতুপূর্ব পাড় রেলস্টেশনের পাথাইলকান্দি এলাকায় লালমনি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হওয়ায় সারা দেশের সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে দীর্ঘ নয় ঘণ্টা চেষ্টার পর দুর্ঘটনাকবলিত ট্রেনটি মেরামত করে বঙ্গবন্ধু সেতুপূর্ব পাড় রেলস্টেশনে সরিয়ে নেওয়া হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বঙ্গবন্ধু সেতুপূর্ব সহকারী স্টেশনের মাস্টার আব্দুল মান্নান ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জ এক্সপ্রেস, চিত্রা এক্সপ্রেস, সুন্দরবন এক্সপ্রেস, ঈশ্বরদী লোকালসহ কয়েকটি ট্রেন আটকা পড়েছিল। ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ায় ট্রেনগুলো গন্তব্যের উদ্দেশে রওনা হচ্ছে।