উত্তরায় লেডিস রিক্রিয়েশন ক্লাবে সঙ্গে দয়াল কুমার বড়ুয়ার মতবিনিময়

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা- ১৮ আসনে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে উত্তরায় লেডিস রিক্রিয়েশন ক্লাবে সঙ্গে মতবিনিময় করেন ঢাকা – ১৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জাতীয় পার্টির যুগ্ন-আহ্বায়ক দয়াল কুমার বড়ুয়া।

আজ শনিবার সন্ধ্যায় ৭টায় লেডিস রিক্রিয়েশন ক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান আলোচকের বক্তব্যে দয়াল কুমার বড়ুয়া বলেন; আজ নারী বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। নারী অধিকার আদায়ে ও নারীদের মেধাবিকাশে বাংলাদেশে অনেক সংগঠন কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের এগিয়ে নিতে অনেক উন্নয়নমূলক কাজ করেছেন। বর্তমানে নারীরা ঘরে বসে নেই, ঘরের পাশা-পাশি তারা এখন পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রেখে চলেছে।

লেডিস রিক্রিয়েশন ক্লাবে প্রশংসা করে তিনি বলেন; আমি চাই লেডিস রিক্রিয়েশন ক্লাবের মত ক্লাবগুলোর নারী অধিকার ও বিকাশে কাজ করে যাবে। আমি লেডিস রিক্রিয়েশন ক্লাবের শুভকামনা করি। একই সঙ্গে সার্বিক সহযোগিতায় পাশে থাকতে পারলে নিজেকে ধন্য মনে করবো।

এসময় উত্তরা লেডিস রিক্রিয়েশন ক্লাবের নেতৃবৃন্দসহ অনেকে উপস্থিত ছিলেন।