উত্তরায় সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

রেজাউর রহমান চৌধুরী: উত্তরার বসবাসরত সকল সাংবাদিকদের নিয়ে উত্তরা সেন্টাল প্রেসক্লাবের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাত ৮ টায় উত্তরায় এক রেস্টুরেন্টে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।

উত্তরা সেন্টাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ জুয়েল আনান্দ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী দয়াল কুমার বড়ুয়া।

প্রধান অতিথি বক্তব্যে দয়াল কুমার বড়ুয়া বলেন; সাংবাদিকরা জাতির দর্পন। সাংবাদিক সমাজ আগামী প্রজন্মকে পথ দেখাবে। সমাজের নানা ত্রুটি তুলে ধরতে হবে।

উক্ত মিলনমেলার উদ্ধোধক হিসেবে উপস্থিতি ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও সাংবাদিক নেতা আবু জাফর সূর্য।

উদ্ধোধকের বক্তব্যে আবু জাফর সূর্য বলেন; আমি মনে করি ঐক্যবন্ধভাবে কোন কাজ করলে সেটা সফলতার মুখ দেখে। তাই সকলে মিলে একটি গ্রহণযোগ্য সংগঠন গড়ে তুলেন। আপনাদের পাশে আমি আছি থাকবো।

এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন সাপ্তাহিক ক্রাইম পেট্রোল বিডির প্রকাশক ও বিশিষ্ট সাংবাদিক এবং সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা আলতাবুর রহমান চৌধুরী।

আমন্ত্রিত অতিথি বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আলতাবুর রহমান চৌধুরী বলেন; উত্তরার সাংবাদিকদের জন্য সঠিক একটি সংগঠন প্রয়োজন। এতদিনে কোন সংগঠন সেই কাজ করতে পারেনি। উত্তরা সেন্টাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ জুয়েল আনান্দ দীর্ঘদিন চেষ্টা করে যাচ্ছেন কিছু একটা করার। আমি মনে করি আপনারা সকলে মিলে একটি ভালো সংগঠন উত্তরায় দাড় করাতে পারবেন।

উক্ত মিলনমেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন সিনিয়র সাংবাদিক ও টকশো ব্যক্তিত্ব সেলিম ওমরাও খান।

এসময় উত্তরা কর্মরত বিভিন্ন পত্র-পত্রিকার সম্পাদক এবং সাংবাদিকরা এখানে উপস্থিত ছিলেন।