উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ

আন্তর্জাতিক ডেস্ক : গত জুলাই ও আগস্টে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। শুক্রবার রাতে নিরাপত্তা পরিষদের স্থায়ী ও অস্থায়ী সদস্য সর্বসমম্মতভাবে এ নিন্দা প্রস্তাব অনুমোদন দিয়েছে।

 

ওই নিন্দা প্রস্তাবে বলা হয়, গত এপ্রিল থেকে জুন পর্যন্ত উত্তর কোরিয়া ছয়টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা  চালিয়েছে। এতে নিরাপত্তা পরিষদ উদ্বিগ্ন। বন্ধের আহ্বান জানানো সত্ত্বেও উত্তর কোরিয়া বারবার পারমাণবিক বোমার পরীক্ষাসহ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে। এটি জাতিসংঘের ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিষিদ্ধ চুক্তির পুরোপুরি লঙ্ঘন।

 

বিবৃতিতে সদস্য দেশগুলোকে পিয়ংইয়ংয়ের ওপর ইতিমধ্যে আরোপিত নিষেধাজ্ঞা চারগুন বৃদ্ধির আহ্বান জানানো হয়েছে।

 

প্রসঙ্গত, গত জানুয়ারিতে পারমাণবিক বোমার পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। ব্যাপক আন্তর্জাতিক সমালোচনার পরেও ফেব্রুয়ারিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় পিয়ংইয়ং। এর পরিপ্রেক্ষিতে গত মার্চে উত্তর কোরিয়ার ওপর আরোপিত পশ্চিমা অবরোধ আরো জোরদার করা হয়।