উদ্বোধন হলো যুব পণ্য বাজার

অর্থনৈতিক প্রতিবেদক : জাতীয় যুব দিবস ২০১৬ উপলক্ষে `আত্মকর্মী যুব শক্তি টেকসই উন্নয়নের মূল ভিত্তি` স্লোগানকে সামনে রেখে উদ্বোধন হলো যুব পণ্য বাজার।

বুধবার রাজধানীর যুব উন্নয়ন অধিদপ্তরে এ বাজারের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ ধরনের আয়োজনের জন্য যুব উন্নয়ন অধিদপ্তরকে ধন্যবাদ জানান।

এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আশরাফ হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আনোয়ারুল করিমসহ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এবার মোট ১৯টি প্রতিষ্ঠান যুব উন্নয়ন বাজারে অংশ গ্রহণ করেছে। এ মধ্যে জামালপুরের সজীব হস্তশিল্প, সানি হ্যান্ডি ক্রাফট, অর্ক হস্তশিল্প, বৈচিত্র্য একাডেমি, ত্বকী হস্তশিল্প ও নারায়ণগঞ্জের আনোয়ার জামদানি রয়েছে।

এ ছাড়া ঢাকার আফরোজা বুটিক্স, ইমা ফ্যাশন, রোকেয়া পল্লি, প্রতিবেশী কুটির শিল্প, নতুনত্ব বুটিক্স ও হ্যান্ডি ক্রাফট, অধরা হ্যান্ডি ক্রাফট অ্যান্ড পার্লার, প্রত্যাশা একাডেমি, যশোর বুটিক্স, উজ্জীবন মহিলা উন্নয়ন সংস্থা, নাবিলা বুটিক্স, নীল মাধব, ইনোভেটিভ জুট ক্রাফট অ্যান্ড ফ্যাশন, আই টি অংশ গ্রহণ করেছে।