উন্নত নাগরিক সেবা নিশ্চিত করবে স্মার্ট কার্ড

নিজস্ব প্রতিবেদক : বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ভোটাধিকার নিশ্চিত করার পাশাপাশি নাগরিক সুবিধা প্রাপ্তিকে স্বাচ্ছন্দ্যময় করে তুলবে স্মার্ট কার্ড।

রোববার সকালে রাজধানীর শাহজাহানপুরে মির্জা আব্বাস কলেজে স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে বক্তৃতাকালে এ কথা বলেন বিমানমন্ত্রী।

তিনি বলেন, এ কার্ড নাগরিকদের হয়রানি থেকে মুক্তি দেবে, সময় বাঁচাবে, অর্থ সাশ্রয় করবে এবং উন্নততর নাগরিক সেবা প্রাপ্তি সুনিশ্চিত করবে। এ কার্ড প্রতারণা ও ধোকাবাজি থেকে রক্ষা এবং নাগরিকদের নানা জটিলতা ও ঝামেলা প্রশমন করবে। তাই প্রত্যেক নাগরিককে স্মার্ট কার্ড ব্যবহার ও সংরক্ষণ করতে হবে।

ঢাকা সিটি করপোরেশনের ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হামিদুল হক শামীমের হাতে স্মার্ট কার্ড তুলে দিয়ে মন্ত্রী এ কার্যক্রমের উদ্বোধন করেন।

মন্ত্রী বলেন, এ কার্ডে কোনো ত্রুটি-বিচ্যুতি থাকলে তা সংশোধন করে দেওয়া হবে।

উল্লেখ্য, এ কার্ডে নারীদের ক্ষেত্রে স্বামীর নামে পরিবর্তে পিতার নাম ব্যবহার করা হয়েছে।