উপনির্বাচন পরবর্তী সহিংসতায় উভয়পক্ষের ৫ জন আহত; আটক ৩

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের  উপনির্বাচন পরবর্তী সহিংসতায় উভয়পক্ষের ৫ জন আহত হয়েছে।

সোমবার দুপুর সাড়ে ১২টায় বিজয়ী ইউপি সদস্য মো. শহীদ মন্ডল ও পরাজিত প্রার্থী রমজান আলীর সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি নিয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে দুইজন নারী ও তিন জন পুরুষ রয়েছে। এদের বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- নারুয়া ইউনিয়নের বড়ঘিকমলা গ্রামের বেলেজান বেগম (৭০), আছমা বেগম (৪০), ইউনুছ আলী মন্ডল (৪০), লিয়াকত আলী (৫০) ও সিদ্দিক মন্ডল (৫০)। এ ঘটনায় উভয়পক্ষের ৩ জনকে আটক করেছে পুলিশ।

বালিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল ইসলাম পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় উভয়পক্ষের ৩ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হল শহীদ মেম্বারের সমর্থক নিয়ামত আলী মল্লিক (৫০), তার ছেলে সাগর মল্লিক (২২) ও পরাজিত মেম্বর প্রার্থী রমজানের সমর্থক রুবেল মন্ডল (২৫)।