উপমহাদেশীয় ভাষার চলচ্চিত্র বাংলাদেশে প্রদর্শন বন্ধের দাবি

নিউজ ডেস্ক : দীর্ঘদিন ধরে উপমহাদেশীয় ভাষার চলচ্চিত্র বাংলাদেশে প্রদর্শন বন্ধের দাবি জানিয়ে আসছে বাংলাদেশ চলচ্চিত্র সংশ্লিষ্টরা। এ নিয়ে কয়েক দফা আন্দোলনের ডাক দেয় বাংলাদেশ চলচ্চিত্র ঐক্যজোট। শুধু তাই নয় কাফনের কাপড় নিয়ে রাজপথেও নেমেছিলেন এই সংগঠনের নেতাকর্মীরা। তারপরও সুকৌশলে ভারতীয় সিনেমা বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হচ্ছে।

আগামী ৩০ ডিসেম্বর বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে টলিউডের সিনেমা ‘অভিমান’। এতে অভিনয় করেছেন জিৎ গাঙ্গুলি। এ সিনেমার মুক্তি বন্ধের দাবি নিয়ে নতুন কর্মসূচি দিতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র ঐক্যজোট। এ উপলক্ষে আজ মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিএফডিসিতে এক জরুরি সভা অনুষ্ঠিত হচ্ছে।

এতে উপস্থিত রয়েছেন চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেন, সোহানুর রহমান সোহান, মুশফিকুর রহমান গুলজার, প্রযোজক খোরশেদ আলম খসরু, চিত্রনায়ক জায়েদ খান, অমিত হাসানসহ ঢাকাই সিনেমার নির্মাতা, শিল্পী ও কলাকুশলীরা।

এ প্রসঙ্গে জায়েদ খান রাইজিংবিডিকে বলেন, ‘বাংলাদেশের চলচ্চিত্রকে বাঁচাতে প্রয়োজনে আবারো রাজপথে নামব। উপমহাদেশীয় চলচ্চিত্র বাংলাদেশে মুক্তি দেয়া যাবে না। ‘অভিমান’ মুক্তি বন্ধের দাবিতে আজ এক জরুরি সভায় বসেছি। এখান থেকে কর্মসূচির ঘোষণা দেয়া হবে।’

গত বছরের শুরুর দিকে উপমহাদেশীয় চলচ্চিত্র দেশের প্রেক্ষাগৃহে প্রদর্শন বন্ধের দাবিতে কাফনের কাপড় পরে রাজ পথে নেমেছিল চলচ্চিত্র ঐক্যজোট। এছাড়া প্রেক্ষাগৃহে গিয়ে ভারতীয় সিনেমার পোস্টার ছিড়ে ও পুড়ে ফেলা হয়। পরে বিষয়টি মামলা পর্যন্ত গড়ায়।