উপস্থাপনা থেকে সিনেমায় মনোযোগী এলিনা শাম্মী

বিনোদন ডেস্ক: শোবিজের পরিচিত মুখ এলিনা শাম্মী। উপস্থাপনা থেকে থিতু হয়েছেন অভিনয়ে। সমানতালে কাজ করছেন বড়পর্দায়। এরই মধ্যে মুক্তি পেয়েছে একাধিক সিনেমা। অপেক্ষায় আছে আরও কয়েকটি।

প্রায় ডজনখানেক সিনেমা মুক্তির অপেক্ষায় আছে শাম্মীর। এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন ‘বঙ্গবন্ধু’ বায়োপিকে। শ্যাম বেনেগালের পরিচালনায় এ সিনেমায় ‘খালেদা জিয়া’র চরিত্রে অভিনয় করবেন তিনি। জানুয়ারির প্রথম সপ্তাহে এ সিনেমার চিত্রায়ণে অংশ নেবেন শাম্মী।

সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছে বেশ উচ্ছ্বসিত এ অভিনেত্রী। জানতে চাইলে বলেন, ‘ইতিহাসের অংশ হতে পেরে সত্যি আনন্দিত। খুব মনোযোগ দিয়ে কাজটি করার চেষ্টা করব।’

সরকারি অনুদানের বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন শাম্মী। ২১ জানুয়ারি মুক্তি পাচ্ছে শাম্মী অভিনীত ‘মুখোশ’ সিনেমাটি। এ সিনেমায় চরিত্রে অভিনয় করেছেন শাম্মী। তার বিপরীতে আছেন। সিনেমাটি পরিচালনা করেছেন ইফতেখার শুভ। ‘পেইজ নাম্বার ৪৪’ উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন তিনি।

‘জলরঙ’ শিরোনামের আরও একটি অনুদানের সিনেমায় অভিনয় করেছেন শাম্মী। এটি পরিচালনা করেছেন অপূর্ব রানা। এরই মধ্যে শেষ হয়েছে এ সিনেমার প্রথম লটের কাজ। এছাড়া ‘টুঙ্গিপাড়ার দুসাহসী খোকা’ শিরোনামের অনুদানের সিনেমারও প্রথম লটের কাজ শেষ করেছেন এ অভিনেত্রী। ‘টুঙ্গিপাড়ার দুসাহসী খোকা’ সিনেমাটি পরিচালনা করেছেন মুশফিকুর রহমান গুলজার। এরই মধ্যে চিত্রায়ণ শেষ করেছেন বন্ধন বিশ্বাস পরিচালিত অনুদানের সিনেমা ‘ছায়াবৃক্ষ’র কাজ।

সিনেমা কেন্দ্রিক ব্যস্ততা প্রসঙ্গে এলিনা শাম্মী বলেন, ‘ধীরে ধীরে হাঁটার চেষ্টা করছি। আমি আসলে খুব বেশি কাজ করছি তা কিন্তু না। কচ্ছপ গতিতে এগিয়ে যাচ্ছি। সিনেমার ব্যস্ততার কারণে এখন নাটকে কাজ করা হচ্ছে না। তবে একুশে টিভিকে একটি ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে। সেটিতে অভিনয় করা হচ্ছে।

নতুন বছরের প্রথম দিনেই ‘মধ্যবিত্ত’ সিনেমার শুটিং করবেন এলিনা শাম্মী। এটি পরিচালনা করবেন তানভীর হাসান। সম্প্রতি এ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন শাম্মী। এছাড়া শাম্মী অভিনয় করেছেন সৈয়দ সাখায়াত হোসেনের ‘হিমুর বসন্ত’, আদর মীর্জার ‘ভাইরাল’, জুলফিকার জাহেদীর ‘কাগজ’, রাকিবুল আলম রাকিবের ‘ভাইয়া রে’, সামিউর রহমানের ‘কুহেলিকা’ সিনেমায়।

এরই মধ্যে মুক্তি পেয়েছে শাম্মী অভিনীত তিনটি সিনেমা। চলতি বছর জানুয়ারিতে মুক্তি পেয়েছে ‘জানোয়ার’, মার্চে ‘গন্তব্য’ আর জুলাইয়ে ‘কসাই’। সিনেমা তিনটি নির্মাণ করেছেন যথাক্রমে রায়হান রাফি, অরণ্য পলাশ আর অনন্য মামুন।