উভয় পুঁজিবাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে

অর্থনৈতিক প্রতিবেদক : সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের উভয় পুঁজিবাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে।

গতকাল সোমবার সারা দিন মিশ্র প্রবণতায় লেনদেন চলার পর নিম্নমুখী প্রবণতায় দিন শেষ হয়। একদিন পরেই আজ আবার উত্থানে ফিরেছে পুঁজিবাজার।

মঙ্গলবার দুপুর সোয়া ১২টা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৪২৪ কোটি ২৭ লাখ টাকার শেয়ার। বাজার বিশ্লেষণে দেখা যায়, এ সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩১৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩৯টির, কমেছে ১০৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৫টির।

ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৮৩১ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ০.৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩২৪ পয়েন্টে। ডিএস৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৩৫ পয়েন্টে।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দুপুর সোয়া ১২টা পর্যন্ত লেনদেন হয়েছে ১৫ কোটি ৫০ লাখ টাকার শেয়ার। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৮৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৭টির, কমেছে ৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির।