এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে পাসের হারে এগিয়ে কারিগরি শিক্ষা বোর্ড

নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফলে পাসের হারে এগিয়ে কারিগরি শিক্ষা বোর্ড।

রোববার দুপুরে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের তথ্য বিশ্লেষণ করে এমন তথ্যই পাওয়া গেছে।

এ বছর কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৮১ দশমিক ৩৩ শতাংশ। এই শিক্ষা বোর্ড থেকে মোট ৯৭ হাজার ১৪ জন ছাত্র-ছাত্রী অংশ নেয়। এর মধ্যে জিপিএ-৫ এর সংখ্যা ২ হাজার ৬৬৯ জন।

কারিগরি শিক্ষা বোর্ডের পরে পাসের হারে এগিয়ে রয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড ৭৭ দশমিক ০২ শতাংশ, সিলেট শিক্ষা বোর্ডে ৭২ শতাংশ, ঢাকা ডিআইবিএস ও রাজশাহী বোর্ডের পাসের হার ৭১ দশমিক ৫৮ শতাংশ এবং ৭১ দশমিক ৩০ শতাংশ, বরিশালে ৭০ দশমিক ২৮ শতাংশ, যশোরে ৭০ দশমিক ০২ শতাংশ, ঢাকায় ৬৯ দশমিক ৭৪ শতাংশ, দিনাজপুরে ৬৫ দশমিক ৪৪ শতাংশ, চট্টগ্রামে ৬১ দশমিক ০৯ শতাংশ এবং কুমিল্লায় ৪৯ দশমিক ৫২ শতাংশ।

গত ২ এপ্রিল সারা দেশে একযোগে শুরু হয় এই পরীক্ষা। লিখিত পরীক্ষা শেষ হয় ১৫ মে। এ বছর মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ছিল ৬ লাখ ৩৫ হাজার ৬৯৭ জন। আর ছাত্রী পাঁচ লাখ ৪৭ হাজার ৯৮৯ জন। সারা দেশে মোট ২ হাজার ৪৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।