এইচএসসি ও সমমানের পরীক্ষায় পরীক্ষর্থীর সংখ্যা কমেছে

সচিবালয় প্রতিবেদক : গতবারের তুলনায় এবার উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় পরীক্ষর্থীর সংখ্যা কমেছে।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এইচএসসি পরীক্ষার বিভিন্ন বিষয় তুলে ধরেন।

আগামী ২ এপ্রিল শুরু হবে এইচএসসি ও সমমানের পরীক্ষা। মন্ত্রী জানান, ইতিমধ্যে পরীক্ষার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ জন। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৬ লাখ ৩৫ হাজার ৬৯৭জন। ছাত্রীর সংখ্যা ৫ লাখ ৪৭ হাজার ৯৮০ জন।

গতবার পরীক্ষার্থী ছিল ১২ লাখ ১৮ হাজার ৬২৮ জন। এবারে মোট পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ৩৪ হাজার ৯৪২ জন।