এই বছর বিচার শেষের প্রত্যাশা : পিলখানা হত্যা

নিজস্ব প্রতিবেদক : এই বছরের মধ্যে পিলখানা হত্যা মামলার বিচার প্রক্রিয়া শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

বৃহস্পতিবার বিকেলে সুপ্রিম কোর্টের নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

মাহবুবে আলম বলেন, এই মামলায় অনেক আসামি থাকায় তাড়াহুড়া করে নিষ্পত্তি সম্ভব নয়। এই মামলায় আসামিপক্ষের আইনজীবীরা প্রশ্ন উপস্থাপন করেছেন, একই ধরনের সাক্ষ্যতে কিছু আসামিকে মৃত্যুদণ্ড ও কিছু আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। শুনানিতে এ সংক্রান্ত আইনি জটিলতা নিরসনের জন্য আরো সময় প্রয়োজন।

প্রসঙ্গত, পিলখানা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৫২ আসামির ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আসামিদের আপিলের ওপর শুনানি আজ আগামী ২ এপ্রিল পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্ট।

বিচারপতি মো. শওকত হোসেনের নেতৃত্বাধীন তিন সদস্যের বিশেষ হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের অপর দুই সদস্য হলেন- বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার।

এর আগে ২০১৫ সালে পিলখানা হত্যাকাণ্ড মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের শুনানির জন্য বৃহত্তর বেঞ্চ গঠন করা হয়।