এই শুষ্ক শীতে আপনার ত্বকের যত্নে যা করবেন

নিউজ ডেস্কঃ শীতে আপনার ত্বক হয়ে যেতে পারে শুষ্ক, শীতে বায়ুর আর্দ্রতা কম থাকে; বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে । শুষ্ক আবহাওয়ায় আপনার ত্বক হয়ে যাবে রুক্ষ । শুষ্ক বাতাসে প্রকৃতির সব স্থানে পানি কমে যায় । আপনার আশে পাশের খাল-বিল,নদী-নালার মতোই আপনার ত্বক রেহাই পাবে না ।

এসময় ত্বকের জলীয় অংশও রেহাই পাবে না । আপনার ত্বক দিন দিন শুষ্ক হয়ে যাবে ।

ঠোঁট ফেটে যায়,পা ফেটে যায়। শুষ্ক ত্বকে ইকথায়োসিস, সোরিয়াসিস, সেবোরিক ডার্মাটাইটিস, এটপিক ডার্মাটাইটিস প্রভৃতি রোগের প্রকোপ বাড়ে। মাথায় খুশকির প্রবণতা বেড়ে যায়।

এসব সমস্যা থেকে পরিত্রাণের উপায় হলো শীতে ত্বক ভেজা রাখতে হবে। গ্লিসারিন, পেট্রোলিয়াম জেলি, অলিভ ওয়েল তেল ইত্যাদি ব্যবহার করতে হবে। এগুলো ব্যবহার করবেন মূলত ভেজা ত্বকে, গোসলের পর। এগুলো ত্বকে পানি ধরে রাখে, ত্বককে আর্দ্র ও মসৃণ রাখে। ঠোঁট ফাটা প্রতিরোধ করতে চাইলে ঠোঁটে পেট্রোলিয়াম জেলি লাগান। জিভ দিয়ে ঠোঁট চাটা যাবে না। তাতে ঠোঁট আরো বেশি করে ফাটবে। খুশকির জন্য কিটোকোনাজল রয়েছে এ রকম শ্যম্পু ব্যবহার করতে হবে।

শীতে স্ক্যাবিস নামক এক ধরনের ত্বকের খোস পাঁচড়া জাতীয় রোগের প্রকোপ বাড়ে। এগুলো ভীষণ রকম সংক্রামক। বাড়িতে কারো এই রোগ হলে দ্রুত চিকিৎসা করিয়ে নিতে হবে। অন্যদেরও প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে।