একদিনের সফরে চট্টগ্রামে এসেছেন এরশাদ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : একদিনের সফরে চট্টগ্রামে এসেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান প্রাক্তন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।

সোমবার দুপুরে বিমানযোগে চট্টগ্রামে এসে পৌঁছান তিনি। বিমানবন্দরে এরশাদকে স্বাগত জানান জাতীয় পার্টির সিনিয়র নেতৃবৃন্দ।

চট্টগ্রামের জাতীয় পার্টির নেতা ও কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান মোরশেদ মুরাদ ইব্রাহীম এরশাদের চট্টগ্রামে আগমনের বিষয়টি নিশ্চিত করে রাইজিংবিডিকে বলেন, এরশাদ একটি পারিবারিক অনুষ্ঠান এবং একটি বেসরকারি ব্যাংকের পরিচালনা পর্ষদের মিটিংয়ে অংশ নিতে চট্টগ্রামে এসেছেন। চট্টগ্রামে তিনি রেডিসন ব্লু বে ভিউতে অবস্থান করবেন।

এই হোটেলে সন্ধ্যায় জাতীয় পার্টির নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। আগামীকাল মঙ্গলবার বিকেলে এরশাদ চট্টগ্রাম ত্যাগ করবেন বলে জাতীয় পার্টি সূত্রে জানা গেছে।