একবিংশ শতাব্দীতে বিশ্ব অর্থনীতির চালিকা শক্তি হবে এশিয়া

নিজস্ব প্রতিবেদক : রোববার রাজধানীর বসুন্ধরায় ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) এর ১৯তম সমাবর্তন অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, একবিংশ শতাব্দীতে বিশ্ব অর্থনীতির চালিকা শক্তি হবে এশিয়া। বাংলাদেশও এ যাত্রায় সহযাত্রী থাকবে।

রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে সমাবর্তন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। সমাবর্তন অনুষ্ঠান পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইইউবির বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান রাশেদ চৌধুরী, ফাউন্ডিং ট্রাস্টের চেয়ারম্যান আব্দুল হাই সরকার এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান।

স্পিকার বলেন, ‘জ্ঞান নির্ভর এ বিশ্বে মেধার চর্চার বিকল্প কিছু নেই। নতুন প্রজন্মের শিক্ষার্থীরাই ভবিষ্যতের নেতা- সে কারণে কঠোর পরিশ্রম ও নিষ্ঠার সঙ্গে জ্ঞান চর্চায় নিমগ্ন হতে হবে।’

সমাজ থেকে দরিদ্রতা ও অসমতা দূর করে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজ করে যেতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। তিনি বলেন, ‘কাউকে পেছনে ফেলে রাখা উচিত নয়- এ মন্ত্রে দীক্ষিত হয়ে আত্মনিয়োগ করলে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা সম্ভব।’

আইইউবির ১ হাজার ১১৯ জন স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারীর উদ্দেশ্যে স্পিকার বলেন, ‘সারা দেশ থেকে মেধাবী শিক্ষার্থীরা এ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পায়। সবাই মেধা ও সৃজনশীলতার পরিচয় দিয়ে সুনামের সঙ্গে দেশ-বিদেশে কাজ করবে বলে আমরা আশা করি।’ জ্ঞান নির্ভর শিক্ষিত জাতি বিনির্মাণে এ বিশ্ববিদ্যালয় কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি গ্রাজুয়েট তরুণদের জনগণের কল্যাণে আত্মনিয়োগ করার পরামর্শ দেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবাধ তথ্য প্রবাহ এবং তথ্য প্রযুক্তির উৎকর্ষের ফলে আজ পুরো বিশ্ব হাতের মুঠোয় চলে এসেছে। বিশ্ব পরিণত হয়েছে গ্লোবাল ভিলেজে, যেখানে কোন সীমানা নেই।’

তিনি আরও বলেন, ‘অর্থনৈতিক প্রবৃদ্ধি, বৈদেশিক রেমিট্যান্স, জিডিপিসহ সকল অর্থনৈতিক এবং সামাজিক সূচকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এ ধারাবাহিকতায় শিগগিরই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে।’

অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন আইইউবির প্রো- ভাইস চ্যান্সেলর মিলান পাগল।

এছাড়াও বক্তব্য রাখেন আইইউবির ভাইস-চ্যান্সেলর এম. ওমর রহমান। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারীরা।