একমাসেও খোজ মেলেনি সাগরিকার দাবি তার পরিবারের

আব্দুল্লাহ তুহিনঃ আশুলিয়া গাজীরচর এলাকা থেকে সাগরিকা (১৪) ২৬.১২.২০১৭ইং তারিখে বাসা থেকে বেড়িয়ে যায়। কোথায় চলে যায় কেউ জানতে পারে নি। এ বিষয়ে আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়। যাহার নং ২০০৯ তাং ২৮.১২.২০১৭ইং। সুত্রে জানা যায় গাজীরচর এলাকায় ডিশ লাইনে কাজ করতো আরিফুল ২০ তাহার সাথে পালিয়েছে। সাগরিকার মা টুলটুলি বেগম ও বাবা আব্দুল লতিফ আমাদের সংবাদদাতা জানান আমার মেয়ে সুন্দরগঞ্জ চলে গেছে। আমাদের সংবাদদাতা এসকল বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে প্রথমত আশুলিয়া থানায় বিষয়টি অবহিত করেন। আশুলিয়া থানার ওসি বলেন যেহুতু সাগরিকা সুন্দরগঞ্জ চলে গেছে তাই আপনারা সেখানে গিয়ে মামলা করেন। অনুসন্ধানের স্বার্থে আমাদের সংবাদদাতা গাইবান্ধা পুলিশ সুপারকে বিষয়টি জানালে তিনি সুন্দরগঞ্জ থানার ওসিকে ফোন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেন। সুন্দরগঞ্জ থানার ওসিকে বিষয়টি জানালে তিনি বলেন কি বাড়ী পরিষদের চেয়ারম্যান মনোয়ার আলম সরকারের কাছে গিয়ে বিষয়টি বলেন। তিনি সমস্যা সমাধান করে দিবেন। কি বাড়ীর চেয়ারম্যানকে এ বিষয়ে জানলে তিনি দুইদিন ঘুরাঘুড়ি করে বলেন আমার কিছুই করার নাই। আমাদের অনুসন্ধানে যা বেড়িয়ে এসেছে মোঃ আরিফুল (২০) পিতা আজিত পশ্চিম কি বাড়ী তেলীপাড়া এলাকায় বাড়ী। এলাকাটি দূর্গম হওয়ায় সাগরিকাকে খুজে পাওয়া যায় নি। এ ব্যাপারে মেয়ের বাবা মা হতাশায় ভুগছেন।