একাধিক দেশে হৃত্বিক-দীপিকার ফাইটারে নিষেধাজ্ঞা

বিনোদন ডেস্কঃ মুক্তির আগেই বড় ধাক্কা খেল হৃত্বিক রোশান ও দীপিকা পাডুকান অভিনীত ছবি ফাইটার। বৃহস্পতিবারই ভারতের সিনেমা হলে মুক্তি পাচ্ছে ছবিটি।

তবে কিছু দিন আগেই জানা গিয়েছিল, ‘ফাইটার’ ছবির চারটি দৃশ্য কাটছাঁট করতে বলেছে সেন্সর বোর্ড। এবার জানা গেল, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘ফাইটার’ সংযুক্ত আরব আমিরাত অঞ্চল ছাড়া সব উপসাগরীয় দেশে নিষিদ্ধ করা হয়েছে। নিষেধাজ্ঞার কারণ যদিও এখনো জানা যায়নি।

চলচ্চিত্র বিশেষজ্ঞ ও প্রযোজক গিরিশ জোহর এক্স হ্যান্ডেলে এই খবর প্রকাশ্যে এনেছেন।

তার টুইট অনুযায়ী, সৌদি আরব, কাতার, ওমান, কুয়েত, বাহরাইনের মতো মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ‘ফাইটার’ ছবির মুক্তিতে নিষেধাজ্ঞা রয়েছে। শুধুমাত্র সংযুক্ত আরব আমিরাত অঞ্চলে এই ছবি শর্তসাপেক্ষে মুক্তির অনুমতি পেয়েছে। শর্তে বলা হয়, ১৫ বছরের কম বয়সের শিশুরা হৃত্বিক-দীপিকার অ্যাকশন ড্রামা দেখতে পারবে না।

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বালাকোট শহরের আশেপাশে ভারতীয় সশস্ত্র বাহিনীর বালাকোট বিমান হামলার কাহিনি নিয়ে ‘ফাইটার’ তৈরি করেছেন সিদ্ধার্থ।