এন্ড্রয়েড ফোনে আপনি নানা ধরণের অ্যাপ ব্যবহার করে থাকেন

এন্ড্রয়েড ফোনে আপনি নানা ধরণের অ্যাপ ব্যবহার করে থাকেন। বলা বাহুল্য যে কোন ধরণের অ্যাপ আমাদের ফোনে দরকার আর কোন অ্যাপ দরকার নেই তা আমরা অনেক সময় বুঝতে পারি না। কোন কোন অ্যাপ আমাদের ফোনে রাখার প্রয়োজন তা তো জানা দরকার অবশ্যই। কিন্তু কোন ধরণের অ্যাপ রাখা দরকার নেই সেটি জানাও অত্যাবশ্যক। আজ আপনাদের কিছু অ্যাপের কথা বলা হল যেগুলো আপনার ফোন সেটের জন্য ক্ষতির কারণ হতে পারেঃ

১) আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে যেসব অ্যাপ চলতে থাকে, এসব অ্যাপ আপনার র‍্যাম নষ্ট করতে থাকে ও ব্যাটারী ক্ষয় করতে থাকে। এজন্য আপনি নানা ধরণের অ্যাপ ডাউনলোড করেন যেসব অ্যাপে বলা থাকে “আপনার ফোনের র‍্যাম সুরক্ষা করবে”। এসব অ্যাপ কখনওই আপনার ফোনে ইন্সটল করবেন না। কারণ, এসব অ্যাপ আপনার ফোনের ক্ষয় আরো তাড়াতাড়ি করবে।

২) কোন ধরণের ক্লিন মাস্টার অথবা ক্লিনিং অ্যাপ আপনার ফোনে রাখবেন না। এসব অ্যাপ আপনার ফোনের জন্য ক্ষতির কারণ। এরা উলটো ফোনকে স্লো করে দেয়।

৩) কোন অপ্রয়োজনীয় এন্টিভাইরাস অ্যাপ আপনার ফোনে ইন্সটল করবেন না। এদের মাঝে অধিকাংশই ম্যালওয়্যার যুক্ত হয়ে থাকে (পরীক্ষিত ছাড়া)