এপ্রিল থেকে ২০১৮-১৯ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনা শুরু করতে যাচ্ছে এনবিআর

অর্থনৈতিক প্রতিবেদক : জনঅংশীদারমূলক জাতীয় বাজেট প্রণয়নের উদ্দেশ্যে আগামী ১ এপ্রিল থেকে ২০১৮-১৯ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনা শুরু করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এনবিআরের সময়সূচি অনুযায়ী বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন সঙ্গে আলোচনার মধ্য দিয়ে এই প্রাক-বাজেট আলোচনা শুরু হবে।

বৃহস্পতিবার এনবিআরের মূসক বাস্তবায়ন বিভাগের প্রথম সচিব ও প্রধান বাজেট সমন্বয়কারী মোহাম্মদ লুৎফর রহমান সই করা এক চিঠিতে প্রাক-বাজেট আলোচনার সময়সূচি জানা গেছে।

এনবিআরের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সৈয়দ এ মু’মেন রাইজিংবিডিকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

১ এপ্রিল শুরু হতে যাওয়া প্রাক-বাজেট আলোচনা চলবে আগামী ২৬ এপ্রিল পর্যন্ত। পর্যায়ক্রমে বিভিন্ন খাতের উদ্যোক্তা ও ব্যবসায়ীদের সঙ্গে বাজেট নিয়ে আলোচনা করবেন এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এনবিআরের তালিকা অনুসারে আলোচনার সময়সূচি দেখতে এখানে ক্লিক করুন।

এছাড়া দেশের প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন সংগঠনের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাজেট আলোচনা করবে এনবিআর।