‘এপ্রিল-মে মাসের বাড়ি ভাড়া মওকুফ করুন’

বিশেষ প্রতিবেদকঃ করোনা পরিস্থিতিতে বিশ্বব্যাপী লকডাউন চলছে। এ কারণে অধিকাংশ ব্যবসা বাণিজ্য, অফিস-আদালতের কার্যক্রম বন্ধ থাকায় জনগণের আয়ের উৎস বন্ধ। এ অবস্থায় এপ্রিল-মে মাসের বাড়ি ভাড়া মওকুফ করতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন বাংলাদেশ লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব লায়ন মো. ফারুক রহমান।

রোববার (২৬ এপ্রিল) লেবার পার্টির দফতর সম্পাদক আমানুল্লাহ মহব্বত স্বাক্ষরিত বিবৃতিতে তিনি বলেন, বর্তমান সঙ্কটকালে বাড়ির মালিক ও ভাড়াটিয়াদের স্বার্থে সরকারের পদক্ষেপ জরুরি। কেননা কর্মহীন জনগোষ্ঠী লাগামহীন দ্রব্যমুল্যের উর্ধ্বগতি ও বাড়ি-অফিস ভাড়া নিয়ে ভাড়াটিয়ারা চোখে সরষেফুল দেখছেন। তাই সরকারের নিকট আবেদন অন্তত করোনা পরিস্থিতিতে বাড়ির মালিকদের পানি-বিদ্যুৎ-গ্যাস বিল মওকুফ করুন আর ভাড়াটিয়াদের বাড়ি-অফিস ভাড়া মওকুফে নির্বাহী আদেশ জারি করুন।