এবার এসএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ডে কমেছে পাসের হার

কুমিল্লা প্রতিনিধি : এবার এসএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ডে কমেছে পাসের হার। এ বছর পাসের হার ৫৯ দশমিক ৩ শতাংশ।

মোট জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৪৫০ জন। কিন্তু গত বছর পাসের হার ছিল ৮৪ শতাংশ। অন্যদিকে জিপিএ-৫ পেয়েছিল ৬ হাজার ৯৫৪ জন। গত বছরের তুলনায় এ বছর জিপিএ-৫ কম পেয়েছে ২ হাজার ৫০৪ জন শিক্ষার্থী।

শিক্ষা বোর্ড সূত্র জানায়, শতভাগ শিক্ষার্থী পাস করেছে ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে আর শতভাগ অকৃতকার্য হয়েছে দুটি প্রতিষ্ঠানে। এ বছর বোর্ডে সব থেকে বেশি অকৃতকার্য হয়েছে মানবিক বিভাগের শিক্ষার্থীরা। এ বিভাগ থেকে মোট পাসের হার ৪১ দশমিক ১৪ শতাংশ। ৮৪ দশমিক ১৬ শতাংশ পাস করে ভালো ফলাফল করেছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এ ছাড়া ব্যবসায় শিক্ষা বিভাগে পাস করেছে ৫৬ দশমিক ৫৭ শতাংশ শিক্ষার্থী।

বৃহস্পতিবার সকালে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ সাংবাদিকদের জানান, মোট ১ লাখ ৮২ হাজার ৯৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ লাখ ৮ হাজার ১১১ জন।

তিনি জানান, কুমিল্লা বোর্ডে এবারের সবচেয়ে বেশি অকৃতকার্য হয়েছে গণিত বিষয়ে। গণিতে অকৃতকার্য হয়েছে ৩৪ হাজার ৬৬৯ জন ও ইংরেজিতে অকৃতকার্য হয়েছে ২৫ হাজার ৬০৬ জন পরীক্ষার্থী।