এবার কঙ্গনা রানাওয়াতের পোস্ট মুছে দিল ইনস্টাগ্রাম

টুইটার থেকে আগেই বিতাড়িত হয়েছেন কঙ্গনা। এখন ইনস্টাগ্রাম থেকেও পহাতে হচ্ছে চোখ রাঙানি।

করোনা আক্রান্ত হওয়ার পর ‘করোনাকে ধ্বংস করব’ লিখে নিজের একটি ধ্যানমগ্ন ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন কঙ্গনা। অভিনেত্রীর দাবি, ওই সোশ্যাল নেটওয়ার্কের পক্ষ থেকে তা মুছে দেওয়া হয়েছে। আর এর পিছনে হাত রয়েছে, ‘কোভিড ফ্যান ক্লাবের’।

নিজের ইনস্টা স্টোরিতে কঙ্গনা লিখেছেন, ‘এই রোগ সাধারণ সর্দি-জ্বর ছাড়া আর কিছুই নয়। সংবাদমাধ্যম একটু বেশিই বাড়াবাড়ি করছে। যার ফলে কিছু মানুষ আতঙ্কে ভুগছেন’। তিনি এ কথাও জানিয়েছিলেন, এই ভাইরাসকে ধ্বংস করবেন। মানুষকে তাঁর উপদেশ, ‘এই ভাইরাসকে ক্ষমতাশালী হতে দেবেন না। এর থেকে আপনার শক্তি অনেক বেশি। ভয় পাবেন না। আপনি যদি ভয় পান, তবে সে আপনাকে আরও বেশি ভয় দেখাবে’।

তার পরেই রবিবার দুপুরে কঙ্গনার নতুন পোস্ট করেন সেখানে তিনি জানান, ইনস্টাগ্রাম আমার করোনাকে ধ্বংস করব পোস্ট ডিলিট করেছে, কারণ কেউ নাকি কষ্ট পেয়েছে এতে! সাম্যবাদ ও সন্ত্রাসবাদ-এর প্রতি সহানুভূতিশীল মানুষ এর আগে দেখেছি, কিন্তু করোনা ফ্যান ক্লাব নতুন! মাত্র ২ দিন ইনস্টাগ্রামে আছি। এখন মনে হচ্ছে এটাও থাকবে না।’ নিজের পোস্টের সঙ্গে অনেকগুলো লাফিং ইমোজিও ব্যবহার করেছেন কঙ্গনা রানাওয়াত।

প্রসঙ্গত, বাংলার ভোট নিয়ে একের পর এক বিতর্কিত টুইট করায় সাসপেন্ড করা হয়েছে কঙ্গনার টুইটার অ্যাকাউন্ট।