এমসি কলেজের ছাত্রাবাস ভাঙচুর; ছাত্রদের হল ত্যাগের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, সিলেট : সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এমসি কলেজের ছাত্রাবাস ছাত্রলীগ ভাঙচুর করেছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ভাঙচুরের ঘটনা ঘটে। ঘটনার পর কর্তৃপক্ষ কলেজ বন্ধ ঘোষণা করে এবং সন্ধ্যা ৬টার মধ্যে ছাত্রদের হল ত্যাগের নির্দেশ দেয়।

জানা গেছে, বুধবার রাত ১০টায় ছাত্রলীগ নেতা সঞ্জয় গ্রুপের অনুসারীরা ছাত্রাবাসে মহড়া দেয়। এর আগে টিলাগড় পয়েন্টে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে ছাত্রলীগ কর্মী রাহাত আহত হন। তাকে ওসমানী মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার জেরে বৃহস্পতিবার সকালে এমসি কলেজ ছাত্রাবাসে ভাঙচুর চালায় ছাত্রলীগ নেতা রঞ্জিত সমর্থিত নেতা-কর্মীরা।

 

তারা ছাত্রাবাসের প্রথম ব্লকের দুটি কক্ষের দরজা-জানালা, দ্বিতীয় ব্লকের একটি দরজা ও জানালা, শ্রীকান্ত ব্লকের ৬টি দরজা ও জানালা, পঞ্চম ব্লকের ১৪টি দরজা ও জানালা এবং চতুর্থ ব্লকের ১৬টি দরজা ও জানালা ভাঙচুর করে।

শাহপরাণ থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতার হোসেন জানান, ছাত্রাবাসে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এমসি কলেজের অধ্যক্ষ নিতাই চন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।