এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ভূমির ক্ষতিপুরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের প্রায় ৭৫ কোটি টাকা বিতরণ করেছে ঢাকা জেলা প্রশাসন।

রোববার ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন ফার্মগেট পার্কে অস্থায়ী ক্যাম্প তৈরি করে এ অর্থ দেওয়া হয়। এ সময় শতাধিক ক্ষতিগ্রস্ত ব্যক্তি ৩৫টি চেকের মাধ্যমে এ টাকা বুঝে নেন।

ক্ষতিপূরণ দেওয়ার সময় ঢাকা জেলা প্রশাসক মো. সালাহউদ্দিন বলেন, ‘স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ হিসেবে প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা কয়েক ধাপে ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা হবে। অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণের টাকা যাতে ক্ষতিগ্রস্তরা দালালমুক্ত, হয়রানিমুক্তভাবে স্বল্প সময়ে পায়, সেজন্য জেলা প্রশাসন এ প্রকল্পের সব টাকা জনগণের দোরগোড়ায় গিয়ে অন দ্য স্পটে হাতে হাতে বিতরণ করবে।’

ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মির্জা মুরাদ হাসান বেগ বলেন, দ্বীতিয় ধাপে তেজতুরী মৌজায় ৭৫ কোটি দেওয়ার আগে প্রথম ধাপে মগবাজার মৌজায় ২৫ কোটি টাকা দেওয়া হয়েছে। প্রচলিত নিয়মে অধিগ্রহণের জন্য মাসের পর মাস সময় লাগত। অনেকে হয়ারানির শিকার হতেন। বর্তমান মৌজাওয়ারি ক্যাম্প করে জনসমক্ষে সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রেখে এ ক্ষতিপূরণের টাকা বিতরণ করা হচ্ছে। কারো কোনো আইনগত সমস্যা তৈরি হলে সঙ্গে সঙ্গে সমাধান দেওয়া হচ্ছে।

সহকারী কমিশনার ভূমি (তেজগাঁও) আব্দুল কাদির মিয়া জানান, জেলা প্রশাসনের এ ইনোভেশন ভূমি অধিগ্রহণ প্রক্রিয়ায় সর্বোচ্চ জবাবদিহিতা নিশ্চিত করবে, সব ধরনের দুর্নীতি দূর করতে সহায়তা করবে। ভবিষ্যতে সব ধরনের অধিগ্রহণ কার্যক্রমে এ প্রক্রিয়াকে আদর্শ ধরে কার্যক্রম হাতে নেওয়া হবে।

অনুষ্ঠানে ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মো. আল মামুন, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের পরিচালক প্রকৌশলী কাজী মোহাম্মদ ফেরদৌস প্রমুখ উপস্থিত ছিলেন।