এ দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ থাকতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : এ দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ থাকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ‘আমরা জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি। আমরা এ দেশে কোনো জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ থাকতে দেব না।’

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর খামারবাড়ীতে কৃষিবিদ ইনিস্টিটিউশন মিলনায়তনে জেল হত্যা দিবসের স্মরণসভায় তিনি এ সব কথা বলেন। আওয়ামী লীগ জেলহত্যা দিবস উপলক্ষে স্মরণসভায় আয়োজন করে।

শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী একটি রাজনৈতিক দল। আমাদের অর্থনৈতিক নীতিমালা আছে। আমরা নির্বাচনী ইশতেহার ও ঘোষণাপত্রে যে ঘোষণা দেই, তা বাস্তবায়নে প্রতিবার বাজেটে পদক্ষেপ নেই। সে কারণে আওয়ামী লীগ ক্ষমতায় এলে বাংলাদেশের উন্নয়ন ত্বরান্বিত হয়।’

প্রধানমন্ত্রী বলে, ‘জিয়াউর রহমান মারা যাওয়ার ৪০ দিন পর্যন্ত টেলিভিশন ও রেডিওতে শুনেছি- জিয়া কিচ্ছুই রেখে যায়নি একখানা ভাঙা স্যুটকেস ও ছেঁড়া গেঞ্জি ছাড়া। এই কাহিনী শুনতে শুনতে হঠাৎ একদিন বেড়ালো ১০ লাখ টাকার ব্যাংক একাউন্ট।’

তিনি বলেন, ‘সেই সময় ভাবি সাহেবকে উদ্ধার করার জন্য উঠে আসলেন এরশাদ। তিনি তাড়াতাড়ি বলে দিলেন- সরকারের পক্ষ থেকে ওই টাকা দেওয়া হয়েছে। কিন্তু তারা আসলে ধরা খেয়ে গিয়েছিলেন। এটা পার্লামেন্টেও তোলা হয়েছিল। আমাদের শুধাংশু শেখর হাওলাদার সাহেব সেই চেক দেখেছিলেন।’

শেখ হাসিনা বলেন, ‘আমরা একটা কথাই বিশ্বাস করি- আমরা স্বাধীনতা এনেছি। এই স্বাধীনতাকে আমাদেরকেই অর্থবহ করতে হবে। যারা জাতির পিতাকে হত্যা করে, জাতীয় চার নেতাকে হত্যা করে, হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করে ভেবেছিল- আওয়ামী লীগের নাম-নিশানা মুছে ফেলবে। কিন্তু আওয়ামী লীগের জন্ম মাটি ও মানুষের অধিকার আদায়ের মধ্য দিয়ে। আওয়ামী লীগের শেকড় বাংলার মাটিতে প্রোথিত। তাই হাজার চেষ্টা করেও কেউ কখনো আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে পারে নাই এবং ভবিষ্যতেও পারবে না।’