ঐক্যবদ্ধ থাকবে জাতীয় পার্টি : বাবলা

নিজস্ব প্রতিবেদকঃ সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের মৃত্যুতে জাতীয় পার্টিতে কোনো ভাঙন হবে না মন্তব্য করে দলের প্রেসিডিয়াম সদস্য এবং সংসদ সদস্য আবু হোসেন বাবলা বলেছেন, জাতীয় পার্টি ঐক্যবদ্ধ থেকে আগামীতে দেশবাসীর সেবায় কাজ করবে। রোববার (১৪ জুলাই) দুপুরে বনানীর দলীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বাবলা বলেন, পল্লীবন্ধু এইচ এম এরশাদ দেশে উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছে। তিনি ৪৬০টি উপজেলা করেছেন, শত শত সেতু করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবের পর তিনি দেশে উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছেন।

জাতীয় পার্টির ঢাকা দক্ষিণের এ সভাপতি বলেন, আমাদের চেয়ারম্যান বিভিন্ন দিকনির্দেশনা দিয়ে গেছেন। আমরা সেভাবে চলবো। আগামীতে আমরা ঐক্যবদ্ধভাবে দেশবাসীর সেবায় কাজ করবো।

তিনি আরও জানান, কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত হয়েছে বনানী কবরস্থানে এইচ এম এরশাদের দাফন হবে। আজ ক্যান্টনমেন্টে জানাজা শেষে আগামীকাল সকাল সাড়ে ১০টায় সংসদ ভবনে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর সাড়ে ১২টায় কাকরাইল পার্টি অফিসে জানাজা হবে। বাদ আছর জানাজা হবে বায়তুল মোকাররম মসজিদে। পরশুদিন মরদেহ রংপুর নেয়া হবে।