ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকের কথোপকথন, জানালেন কাদের মির্জা

সম্প্রতি নোয়াখালীর আলোচিত রাজনীতিবিদ আব্দুল কাদের মির্জা শনিবার (৩০ জানুয়ারি) বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন। এসময় তিনি নোয়াখালীর রাজনীতি ও সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে তার সাথে কথা হয়। প্রায় ঘণ্টাখানেক সাক্ষাত শেষে কার্যালয় থেকে বেরিয়ে তিনি সংবাদমাধ্যমকর্মীদের মুখোমুখি হন।

আব্দুল কাদের মির্জা বলেন, বৈঠকে ওবায়দুল কাদের সাহেবকে নোয়াখালীর রাজনীতির বিভিন্ন বিষয় বিশেষ করে নোয়াখালীর-৪ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করীম চৌধুরীর অপরাজনীতি, টেন্ডারবাজি ও সন্ত্রাসীর বিষয়ে অবগত করা হয়েছে। আর এ বিষয় প্রধানমন্ত্রী অবগত বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী এ বিষয়ে যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেবেন। তবে জননেতা ওবায়দুল কাদের আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে ধৈর্য্য ধরতে বলেছেন।’

এসময় সাংবাদিকরা সম্প্রতি তার দলীয় শৃঙ্খলা পরিপন্থী বক্তব্যের বিষয়ে ওবায়দুল কাদের তাকে কিছু বলেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘বাকস্বাধীনতা আমার রাষ্ট্রীয় অধিকার। ওবায়দুল কাদের আমার বাক-স্বাধীনতায় হস্তক্ষেপ করেননি। কারণ রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে বাকস্বাধীনতা আমার মৌলিক অধিকার।’

২ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবে নোয়াখালীর অপরাজনীতি ও দুঃশাসন নিয়ে আব্দুল কাদের মির্জার পূর্ব ঘোষিত সংবাদ সম্মেলন বহাল থাকবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘দলের হাইকমান্ডের নির্দেশে আমরা কর্মসূচি স্থগিত করেছি। তবে আগামী একমাসের মধ্যে নোয়াখালীর অপরাজনীতিও টেন্ডারবাজি এবং প্রশাসনে প্রভাব বন্ধ না হলে আমরা আপনাদের (সাংবাদিকদের) সাথে প্রেসক্লাবে বসবো।’

সৌজন্য সাক্ষাতে আব্দুল কাদের মির্জার পরিবারের সদস্য, বসুরহাট পৌরসভার কাউন্সিলর ও নারী কাউন্সিলরহ দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।