ওবায়দুল কাদের তার মায়ের মৃত্যুর পর যারা সমবেদনা জানিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ

সচিবালয় প্রতিবেদক : রোববার সেতু বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার মায়ের মৃত্যুর পর যারা সমবেদনা জানিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এতে বলা হয়েছে, ‘সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপির মাতা বেগম ফজিলাতুন্নেসা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যারা সরাসরি টেলিফোন, খুদেবার্তা বা স্বশরীরে এসে খোঁজখবর নিয়েছেন ও মৃত্যুর পরে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং কুলখানিতে অংশ নিয়েছেন তাদের সবাইকে পরিবারের পক্ষ থেকে মন্ত্রী আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।’

প্রসঙ্গত, বেগম ফজিলাতুন্নেসা ৯২ বছর বয়সে গত ২৬ ফেব্রুয়ারি রাত ১০টা ৩৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ইন্তেকাল করেন।