ওমানে নতুন আইন জারি

প্রবাস ডেস্কঃ ওমানে নতুন আইন জারি করেছে কর্তৃপক্ষ। সমুদ্র সৈকত, পার্কসহ বিভিন্ন রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য নাগরিকদের আহ্বান জানানো হয়েছে। বলা হয়েছে, যেখানে সেখানে ময়লা ফেললে ১০০ রিয়াল জরিমানার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

মাস্কাট পৌরসভা বিবৃতিতে এ আহ্বান জানিয়েছে। বলা হয়েছে, নির্ধারিত স্থানে ময়লা ফেলতে হবে। অনির্দিষ্ট স্থানে ময়লা বা বর্জ্য ফেললে জরিমানা করা হবে ১০০ রিয়াল, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় একুশ হাজার টাকা। একদিনের মধ্যে ওই ময়লা নিয়ে নির্ধারিত স্থানেও ফেলতে হবে অভিযুক্ত ব্যক্তিকেই।

বিবৃতিতে বলা হয়, গৃহনির্মাণ ও অন্যান্য বর্জ্য পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য হুমকি। পার্কের পিছনে ফেলা খাবারের বর্জ্য কীটপতঙ্গ, উটপাখি এবং বিপথগামী প্রাণীর বিস্তার আরও বাড়িয়ে তুলতে পারে, সেজন্য কর্তৃপক্ষ আবর্জনা পরিষ্কারের কন্টেইনার সংখ্যা বৃদ্ধি করার পদক্ষেপও নিয়েছে।