ওমিক্রন আতঙ্ক নিয়ে যা বললেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক:  দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া করোনার নতুন ধরনের নাম রাখা হয়েছে ‘ওমিক্রন’। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ধরনটিকে ‘উদ্বেগজনক’ বলে আখ্যায়িত করেছে। এদিকে, এরইমধ্যে সারাবিশ্বে ছড়িয়ে পড়তে শুরু করেছে করোনার এই নতুন ভ্যারিয়েন্ট।

এ ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ওমিক্রন নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন চিন্তার কারণ, তবে আতঙ্কের কারণ নয়। আপাতত যুক্তরাষ্ট্রে লকডাউন কিংবা চলাচলে বিধিনিষেধ বাড়ানোর পরিস্থিতি তৈরি হয়নি। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউস থেকে দেওয়া এক বক্তব্যে এ কথা বলেন তিনি।
বাইডেন বলেন, এটি প্রায় অনিবার্য যে, ওমিক্রন প্রথম দক্ষিণ আফ্রিকায় হলেও যেকোনো সময় যুক্তরাষ্ট্রে পাওয়া যাবে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) বিবিসি জানায়, আফ্রিকা অঞ্চলে শনাক্ত হয় ওমিক্রন। এখন পর্যন্ত বিশ্বের ১৩টি দেশে করোনার নতুন ধরনটিতে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। যুক্তরাষ্ট্র এরই মধ্যে আফ্রিকার আট দেশে ভ্রমণ নিষিদ্ধ করেছে।