ওসমানী বিমানবন্দরে ৬ কেজি সোনা জব্দ, আটক ১

দুবাই থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফেরা এক যাত্রীর কাছ থেকে সাড়ে তিন কোটি টাকার সাড়ে ৬ কেজি ওজনের সোনার বার জব্দ করা হয়েছে। একইসঙ্গে ওই যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

সোমবার (০৮ নভেম্বর) সকালে বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ ফ্লাইটে দুবাই থেকে আসা পরেন্দ্র দাস নামে এক যাত্রীর গতিবিধি সন্দেহ হয় কাস্টমস কর্তৃপক্ষের। এসময় কাস্টমস কর্তৃপক্ষ ওই যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে দু’টি জুসার মেশিনে লুকানো ৩৮টি সোনার বার এবং ১টি চাকতি উদ্ধার করে।

ওসমানী বিমানবন্দর কাস্টমসের উপ কমিশনার মো. আল আমিন এ তথ্য নিশ্চিত করে জানান, জব্দকৃত সোনার ওজন ৬ কেজির বেশি, যার বাজার মূল্য সাড়ে ৩ কোটি টাকা। আটক যাত্রী পরেন্দ্র দাসকে দুবাইয়ের বিমানবন্দরেও আটক করা হয়েছিল। সেসময় কৌশলে তার সঙ্গীরা কাগজ দেখিয়ে তাকে ছাড়িয়ে বিমানে তুলে দেয়।

পরেন্দ্র দাসের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ আটঘর এলাকায়। তার বিরুদ্ধে মামলা দায়ের করে এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওই কাস্টমস কর্তৃপক্ষ।