ওসমান হারুনের জামিন : ৭ কোটি টাকার সোনা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : সাড়ে ১৪ কেজি সোনা উদ্ধারের মামলায় আসামি ওসমান হারুন ওরফে সোহেলকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি ফরিদ আহম্মদ ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আসামির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবির।

পরে শেখ এ কে এম মনিরুজ্জামান কবির বলেন, হাইকোর্টের এ জামিন আদেশের বিরুদ্ধে শিগগিরই আপিল বিভাগে আবেদন করা হবে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ২৩ ডিসেম্বর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আসামি ওসমান হারুন ওরফে সোহেলকে সাড়ে ১৪ কেজি সোনাসহ আটক করা হয়। যার দাম ৭ কোটি ২৮ লাখ টাকা। এ ঘটনায় ২৪ ডিসেম্বর বিমানবন্দর থানায় মামলা হয়।

নিম্ন আদালতে জামিন চেয়ে ব্যর্থ হয়ে হাইকোর্টে জামিন আবেদন করেন আসামি ওসমান হারুন।