ওয়াইফাই সংযোগ দিতে গিয়ে নিহত আজম

জেলা প্রতিনিধিঃ খাগড়াছড়ির রামগড়ে পিডিবির বৈদ্যুতিক খুঁটিতে ওয়াইফাইয়ের সুইচ বক্সে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলী আজম (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে রামগড় বাজারে এ ঘটনা ঘটে।

নিহত আলী আজম রামগড় উপজেলাার মুসলিমপাড়ার বাসিন্দা হাসান আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাতে আলী আজম রামগড় বাজারে পিডিবির ফোর ফোর্টি লাইনের খুঁটিতে স্থাপন করা ওয়াইফাইয়ের সুইচ বক্সে বিদ্যুৎ সংযোগের কাজ করছিল। বিদ্যুৎ সঞ্চালন চালু অবস্থায় মইয়ে দাঁড়িয়ে ফোর ফোর্টি লাইন থেকে সুইচ বক্সে কানেকশন নেয়ার সময় হঠাৎ তিনি বিদ্যুৎ স্পৃষ্ট হন। মুহূর্তের মধ্যেই তিনি মই থেকে ছিটকে নিচে পড়ে যান। স্থানীয়রা তাকে সজ্ঞাহীন অবস্থায় রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রামগড় থানা পুলিশের ভার্রপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মো. আব্দুল হান্নান বলেন, আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে রামগড় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।