উত্তরা ৪ নম্বর সেক্টরের পুকুরে মাছের পোনা অবমুক্ত

ওয়াসার দিকে আঙ্গুল মেয়র আতিকের

আতিকুল ইসলাম

ওয়াসার দিকে এবার আঙ্গুল তুললেন ঢাকা উত্তরের মেয়র আতিক। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসা এই মেয়র চেষ্টা করেছেন রাজধানী উত্তরের উন্নয়নের জন্য। তারই ধারাবাহিকতায় এবার খাল পরিস্কারে ঢাকা ওয়াসা সম্পূর্ণরূপে ব্যর্থ বললেন মেয়র আতিকুল ইসলাম।

একই সাথে জনদুর্ভোগের কারণ এই খাল বলে মন্তব্য করেছেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।

রোববার (২৬ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টরের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন তিনি।

স্যুয়ারেজ ব্যবস্থাপনা ভাল না হওয়ায় অনেক বর্জ্য সরাসরি জলাধারে পড়ছে উল্লেখ করে মেয়র বলেন, পানিতে ক্ষতিকর রাসায়নিকের উপস্থিতি বেড়ে গেছে। এ কারণে সুযোগ থাকা স্বত্ত্বেও উত্তরের অনেক জলাশয় মাছ চাষের আওতায় আনা যাচ্ছে না।

খালের ময়লা পরিস্কারে ঢাকা ওয়াসা ভূমিকা না রাখায় পানি সরতে সময় বেশি লাগে বলেও দাবি করেন তিনি।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে কুরবানির পশুর হাটে স্বাস্থ্যবিধি পালন ও বর্জ্য অপসারণে পদক্ষেপ নেয়ার কথাও জানান আতিকুল ইসলাম।