‘কওমি মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা জঙ্গি কিংবা সন্ত্রাসী নয়’

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কওমি মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা জঙ্গি কিংবা সন্ত্রাসী নয়। তারা খাঁটি মুসলমান।

শুক্রবার সকালে রাজধানীর উত্তরার এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির জঙ্গিবাদবিরোধী সমাবেশে মন্ত্রী আরও বলেন, ‘দেশের মানুষকে ইসলাম সম্পর্কে শিক্ষা দেয় কওমি মাদ্রাসা। কওমি মাদ্রাসার ছাত্র-শিক্ষক কোনো দিন জঙ্গি হতে পারে না। তারা শিক্ষা দেন বলেই বাংলাদেশের মানুষকে আজ ধর্মপ্রাণ মুসলমান বলছি।’

আলেমদের উদ্দেশে মন্ত্রী আরও বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর ডাকে আপনারা একত্রিত হয়ে জঙ্গি দমনে সহযোগিতা করছেন। আর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় দেশে কোনো জঙ্গি তৎপরতাও থাকবে না।’