কথায় আছে পাগলে কী না বলে ছাগলে কী না খায়

কথায় আছে পাগলে কী না বলে, ছাগলে কী না খায়। তবে জানেন কি ছাগল শুধু খায়ই না, সেই খাবার হজম করার জন্য নিয়মিত যোগাভ্যাসও করে! ঠিকই শুনেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ওরেগনে এটাই এখন নতুন সেনসেশন।

গত সেপ্টেম্বর মাসে ইউটিউবে একটি ভিডিও শেয়ার করেন অ্যালবানির নো রিগ্রেটস ফার্মের প্রতিষ্ঠাতা লেনি মোরস হয়। এই ফার্মেই করা হয় গোট যোগা ক্লাস। সেই ভিডিও এতই ভাইরাল হয়ে ওঠে যে এখন যোগা ক্লাসে ভর্তির অপেক্ষায় রয়েছেন ৯০০ জন!

লেনি বলেন, ‘‘আমার ছাগলরা খুবই সামাজিক। ওরা মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে ভালবাসে।’’ এই অভিনব প্রয়াস লেকিকে এতটাই জনপ্রিয়তা দিয়েছে যে, অনায়াসে ১০ বছরের পুরনো চাকরি ছেড়ে দিয়েছেন লেনি। ওরেগন স্টেট ইউনিভার্সিটি ক্যাম্পাসে এ বার ক্লাস শুরু করার কথা ভাবছেন লেনি। তাঁর গোট যোগ ক্লদিং লাইনও ভাল ব্যবসা করছে বাজারে।